পিরোজপুর
প্রেমিকার সাথে দেখা করতে এসে শিকলবন্ধী প্রেমিক
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ইন্দুরকানীতে প্রেমিকের সাথে দেখা করতে এসে জনতার হাতে শিকলবন্ধি হয়েছে প্রেমিক। সোমবার (৫ মার্চ) উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোড়েলগঞ্জের ছোট পরী গ্রামের ইউনুস ফরাজীর ছেলে মুন্না ফরাজীর সাথে একই এলাকার কাদেরের মেয়ে কাকুলীর বাল্যপ্রেম থেকে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। পরে কাকুলীকে তার অভিভাবকরা ইন্দুরকানী উপজেলার কলারণ এলাকার কবির জোমাদ্দারের সাথে পুনরায় বিয়ে দেয়।
কবির জোমাদ্দার দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগে কাকুলী কবিরকে ডিভোর্স দিয়ে আবারো মুন্নার সাথে বিয়ে বসে। পরবর্তীতে কবির জোমাদ্দার বিদেশ থেকে এসে আবারো কাকুলীকে বিবাহ করে। সম্প্রতি উপজেলার বটতলা এলাকায় কাকুলী বেড়াতে আসে।
সোমবার গোপনে মুন্না ফরাজী প্রেমিকা কাকুলীর সাথে দেখা করতে এলে স্থানীয় জনতা তাকে ধরে ব্যাপক মারধর করে শিকল দিয়ে বেঁধে রাখে। ঘটনাটি জানাজানি হলে শিকল পরা অবস্থায় কবির জোমাদ্দার মুন্নাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার সময় ইন্দুরকানী থানা পুলিশ গিয়ে উদ্ধার করে। এ সময় ইন্দুরকানী থানার পুলিশ কবির জোমাদ্দার ও ফজলুল হক জোমাদ্দারকে গ্রেফতার করে