আগৈলঝাড়া
‘প্রধানমন্ত্রী যদি বলে চাকরি দেয়া সম্ভব না তবে চলে যাব’
প্রেস ক্লাবে মানুষের আনাগোনা চোখে পড়ে সবসময়ই। নিজেদের দাবি-দাওয়া গণমাধ্যমের মাধ্যমে সমাজের কাছে তুলে ধরতে মানুষের পদচারণায় মুখর থাকে জায়গাটি। দেখা যায় কত মানুষ আসছেন যাচ্ছেন। কেউ মানববন্ধন করছেন আবার কেউবা বিক্ষোভে। অন্যদের মতো চাঁদের কণাও এখানে এসেছেন নিজের দাবি তুলে ধরতে। বেঁচে থাকার জন্য একটি মাত্র চাকরিই তার চাওয়া। তবে এখনো আশার ছিটেফোঁটাও পাননি হুইল চেয়ারে বসা এই মেয়েটি।
চাকরির কাগুজে যোগ্যতাও রয়েছে শারীরিকভাবে প্রতিবন্ধী চাঁদের কণার। কিন্তু চাকরি মিলছে না। চাকরির বয়সও শেষ হবার পথে। অনেকটা বাধ্য হয়েই তিনদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি চেয়ে অনশন করছেন তিনি। কিন্তু হতাশার কথা হলো এখন পর্যন্ত আশ্বস্ত করার জন্য চাঁদের কণার সঙ্গে সরকারের কেউ সাক্ষাৎ করেনি।