কলাপাড়া
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে পটুয়াখালীতে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ায় আরিফুল ইসলাম (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া বাদী হয়ে আরিফসহ অজ্ঞাত ২-৩ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে প্রথমে আরিফুল ইসলাম নামের আইডি থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়।
পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে আইডির নাম পরিবর্তন করে রাখা হয় ‘চরমোনাই মুজাহিদ’। রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার অভিযোগের ভিত্তিতে আরিফের কাছ থেকে ওই ফেসবুক আইডিসহ মোবাইল উদ্ধার করা হয়।
আরিফকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান আবুল খায়ের।