জাতীয়
প্রধানমন্ত্রীর চাপরাশির ভূমিকায় সিইসি’
রির্পোট দেশ জনপদ ॥ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাপরাশির ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রতি আওয়ামী লীগ ছাড়া কারও কোনো আস্থা নেই।
রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সম্প্রতি নাগরিক সমাজের ৪২ বিশিষ্ট ব্যক্তি কেএম নূরুল হুদার ইসির সমালোচনা করেছেন। দুর্নীতির অভিযোগ এনেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি বরাবরে আবেদন করেছেন।
এ সময় তিনি বলেন, টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নারী কাউন্সিলর হাফিজা বেগমকে নির্বাচনী প্রচার চালানোর সময় মোটরসাইকেল চাপা দিয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মারা গেছেন হাফিজা বেগম।
সংবাদ সম্মেলনে রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।