বরগুনা
প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে বামনায় টেকনিক্যাল শিক্ষক ও শিক্ষার্থীদের আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত
মোঃ রাসেল রানা, বামনা ॥”কারিগরী শিক্ষা নিলে”,”যখন তখন চাকুরী মিলে” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বরগুনার বামনায় টেকনিক্যাল স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে এ আনন্দ শোভা যাত্রাটির আয়োজন করা হয়েছে। আনন্দ শোভা যাত্রাটি সরকারী বামনা সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে পথসভা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভা যাত্রাটি হলতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের টেকনিক্যাল শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ গ্রহন করেন। সারাদেশের উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি প্রধানমন্ত্রীর একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে শিক্ষকদের এ আনন্দ শোভা যাত্রাটির আয়োজন। পথসভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এএসএম হারুন অর রশীদ, মোঃ মোশাররফ হোসেন, কৃষ্ণকান্ত কর্মকার, মিজানুর রহমান টিপু, হলতা ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাফিজুর রহমান, বামনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন জনি প্রমূখ। প্রধানমন্ত্রীর একনেক সভায় অনুমোদনের মধ্যে রয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মেগা প্রকল্প ‘‘ উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’’ অনুমোদন কারিগরি শিক্ষার ইতিহাসে এক অনন্য মাইলফলক। প্রকল্পটি মোট বিশ হাজার পাচঁশত পচিঁশ কোটি উনসত্তর লক্ষ টাকা ব্যয়ে পাঁচ বছরে বাস্তবায়িত হবে। প্রতিটি প্রতিষ্ঠানে ১০৮০ জন শিক্ষার্থী হিসেবে তিনলক্ষ পঞ্চান্ন হাজার তিনশত বিশ জন শিক্ষার্থী কারিগরি শিক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবেন।