বরিশাল
প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে স্বাধীনতার প্রতীক হাতে পদ্মাপাড়ে যাবে লাখো মানুষ
নিজস্ব প্রতিবেদক , বরিশাল ॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুতে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ কারণেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে চমক দেখাতে চান বরিশাল আওয়ামী লীগ। সেতুর উদ্বোধন পরবর্তী প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে এই চমক সৃষ্টি করতে ইতোমধ্যে সবধণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সমাবেশস্থলে পৌঁছতে নেতাকর্মীদের দেয়া হয়েছে রোড ম্যাপ। নৌপথে বিলাশবহুল লঞ্চযোগে ২৫ জুন সকালে সর্বপ্রথম পদ্মা সেতুর নিচ দিয়ে সমাবেশস্থলে যাবে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। সু-সজ্জিত লঞ্চে স্বাধীনতার প্রতীক লাল সবুজের পতাকা হাতে নিয়ে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের একমাত্র অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নেতৃত্বে সমাবেশে যোগদান করবেন লক্ষাধিক নেতাকর্মীরা।
অপরদিকে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনা। সর্বত্র শোভা পাচ্ছে রং বেরঙের বাতি ও পদ্মা সেতুর ছবিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র ছবি সংবলিত নানাধরনের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড। সরেজমিনে জেলার একমাত্র ডিজিটাল মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে নজরকারা সাজসজ্জা।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, পদ্মা সেতুর সুফল সারাদেশের মানুষই পাবে। তবে সবচেয়ে বেশি উপকারভোগী হবো আমরা দক্ষিণাঞ্চলের মানুষ। এ কারণে পদ্মা সেতুর উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।
মেয়র বলেন, বরিশাল বিভাগ থেকে উদ্বোধনী জনসভায় এক লাখ মানুষের অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি উদ্বোধণী অনুষ্ঠানে অংশগ্রহণের রোডম্যাপ দিয়েছেন। আমরা তার নেতৃত্বেই পদ্মা সেতুর উদ্বোধনী জনসভায় অংশগ্রহণ করে ইতিহাসের স্বাক্ষী হবো।
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধণ দিনটিকে স্মরনীয় করে রাখতে নানান কর্মসূচী হাতে নিয়েছে বরিশাল জেলা প্রশাসন। ওইদিনের অনুষ্ঠান সরাসরি টিভি স্ক্রিনে দেখানো হবে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও স্কুল-কলেজের আঙ্গিনায়। সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে বিশাল র্যালি বের করা হবে। থাকবে ২৫ ফুটের ডামি পদ্মা সেতু। জেলা ও উপজেলা পর্যায়ে থাকবে তিনদিনের নানান সাংস্কৃতিক আয়োজন। এছাড়াও স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র দেবে জেলা প্রশাসক।
মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধণী অনুষ্ঠানকে ঘিরে সারাদেশের মতো বরিশালেও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা পাবার পর থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশ।