পটুয়াখালী
প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ॥ প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শামীম আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাধবখালি ইউনিয়নের নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ২০১২ সালে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলায় চার মাসের সাজাপ্রাপ্ত আসামি শামীম আহমেদ।
গ্রেপ্তারের পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।