ঝালকাঠি
পৌর টোল চাওয়ায় যুবলীগ নেতার ‘হামলা’
নিজস্ব প্রতিনিধি ॥উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান বলেন, ‘মাহেন্দ্রসহ কয়েকটি গাড়ি টোল আদায়কারীদের সামনে আসার পর থামতে বলা হয়। চালকরা বলেন তারা লাশের গাড়ির সঙ্গে এসেছে, কিন্তু তখন লাশবাহী অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌছায়নি। তাই তাদের গাড়ির টোল দাবী করা হয়। এই নিয়েই দুই পক্ষের হাতাহাতি শুরু হয়।’
ঝালকাঠির নলছিটিতে পৌর টোল চাওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে মারামারিতে টোল আদায়কারী দুইজন আহত হয়েছেন। তাদের অভিযোগ, টোল চাওয়ায় স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা এইচ এম সজিব ও তার লোকজন হামলা চালায়। নলছিটির মল্লিকপুর এলাকায় সোমবার বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে। সজিব কুলকাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।
হামলার বিষয়টি তিনি স্বীকার করলেও বলেন, টোল আদায়কারীরাই প্রথমে হামলা চালান।
নলছিটি পৌর টোল আদায়কারী উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান জানান, দুপুরে বরিশাল থেকে এক আত্মীয়ের মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে নলছিটি ফিরছিলেন সজিব। এর সঙ্গে ছিল সজিবের লোকজনের আরও কয়েকটি গাড়ি।
পারভেজ জানান, অ্যাম্বুলেন্স অনেক পিছনে থাকলেও অন্য গাড়িগুলো পরপরই পৌর এলাকার মল্লিকপুর পৌঁছায়। টোল আদায়কারীরা ইশারায় সেগুলোকে থামতে বলে। এরপর সেগুলো থেকে টোল চাইলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এরপরই সজিব ও তার লোকজন টোল আদায়কারীদের মারধর করে। এতে মো. রাজা ও আল আমিনের মাথা ফেটে যায়।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর রাজিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পারভেজ বলেন, ‘লাশের গাড়ি অনেক পিছনে ছিল। মাহেন্দ্রসহ কয়েকটি গাড়ি টোল আদায়কারীদের সামনে আসার পর থামতে বলা হয়। চালকরা বলেন তারা লাশের গাড়ির সঙ্গে এসেছে, কিন্তু তখন লাশবাহী অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌছায়নি। তাই তাদের গাড়ির টোল দাবী করা হয়। এই নিয়েই দুই পক্ষের হাতাহাতি শুরু হয়।’
অভিযোগ স্বীকার করলেও বিষয়ে সজীব বলেন, ‘আমাদের উপর আগে হামলা করেছে টোল আদায়কারীরা।’ নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, হামলার ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি।
এ বিষয়ে পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান বলেন, ‘অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাস থেকে টোল আদায় করার কথা নয়। মালবাহী গাড়ি থেকে টোল আদায় করার কথা। তারপরও কেন টোল আদায়কারীদের উপর হামলা হলো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতেছি।’