ঝালকাঠি
পোষা কবুতর ধরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি পৌর শহরের রূপনগর এলাকায় কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে আবদুল্লাহ আল আবিদ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে।
আবিদ ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। সে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সচিব হেমায়েত হোসেনের ছেলে।
তার বড় ভাইয়ের বন্ধু মুরাদ হোসেন বলেন, ‘নিজের পোষা একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আবিদ। উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা করা হবে।’