বরিশাল
পুলিশ-জনতা এক সাথে কাজ করে নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই-পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি, পুলিশ-জনতা এক সাথে কাজ করে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই। জনসম্পৃক্ততা আরও বাড়িয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ সুশৃঙ্খল সমাজ ও জীবন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। গতকাল রোববার বন্দর থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।