গৌরনদী
পুরোহিতের মরদেহ সৎকারে বাঁধা, হামলায় আহত ৫
নিজস্ব প্রতিবেদক , বরিশাল ॥ দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী জেলার গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরের প্রধান পুরোহিত অনিল চন্দ্র মৈত্র (৭০) শুক্রবার সকালে দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের নিজবাড়িতে পরলোক গমন করেছেন।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওইদিন বিকেলে পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়ার সকল আয়োজন সম্পন্ন করা হয়। আকস্মিকভাবে ১০/১২ জন সহযোগী নিয়ে পুরোহিতের মরদেহ সৎকারে বাঁধা প্রদান করেন প্রতিবেশী জয়নাল মাস্টারের নাতী অভি ইসলাম। তার দাবি শ্মশানের সম্পত্তির মালিক তার দাদা।
এসময় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনে পূর্ব পুরুষের শ্মশানে লাশ সৎকারের জন্য দাবি করলে অভি স্থানীয়দের সাথে বাগ্বিতন্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে সহযোগীদের নিয়ে সে (অভি) হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ রাসেল সরদার জানান, পুরোহিত অনলি চন্দ্র মৈত্রর সৎকারের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার পর শ্মশান ভাংচুরসহ হামলার খবর পেয়ে তিনিসহ এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। বিষয়টি তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ইউপি সদস্য আরও জানান, জয়নাল মাস্টার হিন্দুদের সম্পত্তি জবর দখল করে রেখেছে। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
অপরদিকে পুরোহিতের মৃত্যুতে গভীর শোক ও সৎকারে বাঁধা প্রদান করে হামলা, ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বার্থী তাঁরা মায়ের মন্দিরের ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, পূজা উদ্যাপন কমিটির সভাপতি পঞ্চলাল দত্ত, সহ-সভাপতি শেখর দত্ত বনিক, সাধারণ সম্পাদক স্বজল ঘোষ প্রমুখ।