কলাপাড়া
পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ গৃহ পুনর্বাসনের দাবিতে কুয়াকাটায় শত শত দরিদ্র নারী-পুরুষ বুধবার দুপুরে হুইচ্যানপাড়া সংলগ্ন বেড়িবাঁধে মানববন্ধন করেছে। অতিসম্প্রতি বেড়িবাঁধের বাইরে বসবাসরত এসব পরিবারের বাড়ি ঘর পটুয়াখালীর জেলা প্রশাসন উচ্ছেদ করে। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে অন্তত ছয় শ’ জেলে ও শ্রমজীবী পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আমির হোসেন জানান, খোলা আকাশের নিচে কাপড় টানিয়ে অবস্থান করায় শিশু সন্তান অসুস্থ হয়ে গেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য জানান, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ মেরামতসহ পর্যটন কেন্দ্র কুয়াকাটার উন্নয়ন কাজের জন্য সরকারের খাস জমি উদ্ধার অভিযান চলমান রয়েছে।