কলাপাড়া
পুনর্বাসনের দাবিতে জেলে ও শ্রমজীবীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ গৃহ পুনর্বাসনের দাবিতে কুয়াকাটায় শত শত নারী পুরুষ মানববন্ধন করেছেন। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে হুইচ্যানপাড়া সংলগ্ন বেড়িবাঁধে এ মানববন্ধন করা হয়।
সম্প্রতি বেড়িবাঁধের বাইরে বসবাসরত এসব পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ করে পটুয়াখালীর জেলা প্রশাসন। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে অন্তত ছয়’শ জেলে ও শ্রমজীবী পরিবারকে উচ্ছেদ করা হয়। এসব পরিবারের দাবি, তারা ৫০-৬০ বছর ধরে বসবাস করে আসছেন। কোনো ধরনের নোটিশ কিংবা সময় না দিয়ে উচ্ছেদ করা হয়েছে। তাদের এখন মাথা গোঁজার ঠাঁই নেই।
আমির হোসেন জানান, খোলা আকাশের নিচে কাপড় টানিয়ে অবস্থান করায় শিশু সন্তান অসুস্থ হয়ে গেছে। তাদেরকে পুনর্বাসন করা হোক, এমন দাবি করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য জানান, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ মেরামতসহ পর্যটন কেন্দ্র কুয়াকাটার উন্নয়ন কাজের জন্য সরকারের খাস জমি উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে প্রকৃত ভূমিহীন কিংবা গৃহহীন পরিবার থাকলে তাদের পর্যায়ক্রমে সরকারের পুনর্বাসন প্রক্রিয়ার আওতায় আনা হবে।