পিরোজপুর
পিরোজপুরে ১০০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ নয়ন ইসলাম অভি (২২)নামে এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে জেল ডিবি পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের কালিবাড়ি রোডের মন্দিরের পাশে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নয়ন ইসলাম অভি বাগেরহাটের কচুয়া উপজেলার ইউসুফ শেখের ছেলে।
ডিবির এসআই দেলোয়ার হোসাইন জসিম জানান, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের কালিবাড়ি রোডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।এ সময় নয়ন ইসলাম অভি কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে অভির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।