পিরোজপুর
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরে মো. হাসান শেখ (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ মে) জেলার সদর উপজেলার ৫ নম্বর টোনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বটোনা গ্রামে নিজেদের বাড়িতে হত্যার শিকার হন তিনি।নিহত হাসান শেখ ওই গ্রামের মৃত মো. সোবাহান শেখের ছেলে।
ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুল কুদ্দুস মল্লিক জানান, কিছুটা মানসিক ভারসাম্যহীন হাসান মাদক মামলায় কারাবাসের পর গত প্রায় পাঁচ মাস আগে মুক্তি পান। তিনি তার বাড়িতে একা থাকতেন। জেল থেকে বের হওয়ার পর তিনি মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েন। তিনি এলাকার বিভিন্ন বাড়িতে কাজ করে কোনো টাকা না নিয়ে শুধু খাবার খেতেন।
জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। কে বা কারা কেন তাকে হত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতের বাড়ির পাশের কৃষক বেল্লাল শেখ বলেন, আমি রোববার ভোরে সবজি তুলতে ক্ষেতে যাচ্ছিলাম। পথে হাসানের ঘরের পাশের নালায় পড়ে থাকা একটি সুপারির খোলা তুলতে গেলে ঘরের ভেতরে কয়েকজনকে কথা বলতে শুনি। এ সময় আমি ঘরে কে কে জানতে চাইলে ঘর থেকে তিনজন লোক বের হয়ে দৌড়ে পালিয়ে যান। তখন আমি বিষয়টি বুঝতে পারিনি। পরে শুনেছি যে তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় মো. আব্দুর রহমান জানান, সকাল ৭টার দিকে তিনি হাসানের বাড়ির বাগানের নারিকেল পাড়তে যান। তিনি এসময় খোলা দরজা দিয়ে ঘরের ভেতর হাসানের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়দের খবর দেন।