পিরোজপুর
পিরোজপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা বিএনপির সদস্য সচিব মনির আকনের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বিচারের দাবিতে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় ভান্ডারিয়া লঞ্চ ঘাট থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আহ্বায়ক আক্তারুজ্জামান কাকন সিকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, ভান্ডারিয়া থানা বিএনপির সদস্য সচিব মনির আকন ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ব্যক্তিকে মামলা দিয়ে এবং মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। কখনও কখনও মানুষকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ করা হয় এ সমাবেশে। মনির আকনের এ জাতীয় কর্মকাণ্ড থেকে রেহাই পেতে প্রশাসন ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
এ সময় বক্তব্য দেন ভান্ডারিয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আহবায়ক আক্তারুজ্জামান কাকন সিকদার, উপজেলা সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র জনতা, হেমায়েত হাওলাদার ও সদস্য মো. ছিদ্দিকুর রহমান জোমাদ্দার।