পিরোজপুর
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহে নানা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরে জাতীয় মৎস সপ্তাহ- ২০২১ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের অহ্বায়ক গৌতম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী জানান, শনিবার থেকে শুরু হওয়া এ মৎস সপ্তাহ চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষের উপর বিভিন্ন ধরণের কার্যক্রম গ্রহণ করা হবে।