পিরোজপুর
পিরোজপুরে চায়নিজ কুড়াল নিয়ে চেয়ারম্যান প্রার্থীর ওপর হা*ম*লার চেষ্টা, যুবক আটক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. বায়েজিদ আহমেদ খানের ওপর হামলার অভিযোগে মো. বেল্লাল (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার দুপুরে উপজেলার কচুবাড়িয়া গ্রামের বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
আটক বেল্লাল উপজেলার কচুবাড়িয়া গ্রামের মো. জালালের ছেলে। তিনি আরেক চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের সমর্থক। উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদের বড় ভাই পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণের সাবেক সভাপতি মো. বায়েজিদ আহমেদ খান উপজেলার কচুবাড়িয়া গ্রামে গণসংযোগ করতে যান। এ সময় বেল্লাল কচুবাড়িয়া বেড়িবাঁধে ধারালো অস্ত্র নিয়ে বায়েজিদ আহমেদ খানের ওপর হামলার চেষ্টা করেন। তখন বায়েজিদ আহমেদের সঙ্গে থাকা কর্মী-সমর্থকেরা বেল্লালকে ধরে ফেলেন। তাঁরা বেল্লালের কাছ থেকে চায়নিজ কুড়াল কেড়ে নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেল্লালকে আটক করে থানায় নিয়ে যায়।
বায়েজিদ আহমেদ খানের ঘনিষ্ঠ মাহবুবুর রহমান বলেন, বায়েজিদ আহমেদ খান গণসংযোগ করার সময় হঠাৎ বেল্লাল চায়নিজ কুড়াল নিয়ে হামলা করার চেষ্টা করেন। এ সময় কর্মীরা বেল্লালকে বাঁধা দিলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন তাঁকে ধরে ফেলেন। এরপর তাঁর কাছে ধারালো অস্ত্র পাওয়া যায়। বেল্লাল চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
মো. বায়েজিদ আহমেদ খানের শ্বশুর পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি খলিলুর রহমান বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের লোকজন আমার জামাতা বায়েজিদ আহমেদ খানের জনপ্রিয়তায় ভীতু হয়ে তাকে হত্যার চেষ্টা করেছিল।’
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। এ বিষয়ে রিয়াজ উদ্দিন আহমেদের সমর্থক মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন বলেন, বেল্লাল ভালো ছেলে। এ ধরনের ঘটনায় তাঁর জড়িত থাকার কথা নয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আজ সন্ধ্যায় বলেন, বেল্লাল নামের এক যুবক ধারালো অস্ত্রসহ আটকের পর পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী কার্যালয় সূত্র জানায়, ৯ জুন এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচারণা চালাচ্ছেন বায়েজিদ আহমেদ খান ও রিয়াজ উদ্দিন আহমেদ।