পিরোজপুর
পিরোজপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে গাছ থেকে পড়ে হানিফ দড়ানি (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটেছে। নিহত হানিফ দড়ানি উপজেলার সদর ইউনিয়নের রুহিতলা (দাসের হাওলা) এলাকার ভদ্দর আলী দড়ানির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো: আইয়ুব আলী কাজী বলেন, ওই বৃদ্ধ পেশায় একজন কৃষক। তার নিজস্ব নৌকা আছে। ওই নৌকায় গাবের কষ দিয়ে গাওয়ানি দিতে গাব সংগ্রহ করতে যান। এ সময় গাব গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
নিহতের ছেলে ফেরদাউস দড়ানি বলেন, তার বাবা ওই দিন সকাল সোয়া ৮টার দিকে ব্রোজেন মালির বাড়ির পাশের বাগানে গাব পাড়তে যান। গাব পাড়তে উঠলে তিনি সেখান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, ওই বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।