পিরোজপুর
পিরোজপুরে উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের ইন্দুরকানীতে করোনাভাইরাসের সংক্রমণে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে রবিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা ঋণের ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম মতিউর রহমান।
ইন্দুরকানী উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জেপি’র সদস্য সচিব মো. শাহীন হাওলাদার, উপজেলা বিআরডিবি’র সভাপতি মো. ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল। এরপর উদ্যোক্তাদের প্রণোদনার ঋণ প্রদান করা হয়।