নাজিরপুর
পিরোজপুরে আগুনে দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের নাজিরপুর সদরের সার্জিকাল ক্লিনিক সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান পুড়ে প্রায় নয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস জানায়, ওই রাতে শুধাংশু হালদারের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুইটি দোকান পুড়ে ছায় হয়ে যায়।
দোকান মালিক শুধাংশু হালদার বলেন, শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দোকানে আগুন লাগে। তা মুহূর্তের মধ্যে সম্পূর্ণ দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে আমার প্রায় ৮-৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
নাজিরপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।