বরিশাল
পায়রা নদীর উপর সেতু নির্মাণে জমি অধিগ্রহণ শুরু, চলছে দরপত্র মূল্যায়ন
নিজস্ব প্রতিবেদক ॥ সড়ক যোগাযোগ ও সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেছেন, প্রধানমন্ত্রীর কাছে পটুয়াখালীর চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের চাওয়া মীর্জাগঞ্জের পায়রা নদীর উপর সেতু নির্মাণে জমি অধিগ্রহণ শুরু হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে বিদেশি পরামর্শক নিয়োগ হয়েছে। এখন চলছে দরপত্র মূল্যায়নের কাজ। ঠিকাদার নির্বাচন হয়ে গেলেই সরেজমিন সেতু নির্মাণের কাজ শুরু হবে।
দুই দিনের সরকারি সফরের প্রথম দিন বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সেতু সচিব বলেন, সেতুটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪২ কোটি টাকা। সেতুটির দৈর্ঘ্য হবে ১ হাজার ৬০০ মিটারের বেশি। ২০২৫ সালে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বেতাগী-কচুয়া সড়কের পায়রা নদীর মীর্জাগঞ্জ পয়েন্টে এই সেতু নির্মিত হলে পটুয়াখালী এবং বরগুনার মধ্যে সড়ক যোগাযোগ সহজ হবে এবং এক ঘণ্টারও বেশি সময় বাঁচবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৫ আগস্ট পটুয়াখালীর জুবলী সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস নিজের স্কুলে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পায়রা নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লেখেন।
চিঠি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষেন্দুর পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষেন্দুকে একটি ফিরতি চিঠি দিয়ে পায়রা নদীর উপর মীর্জাগঞ্জে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এখন চলছে সেতুর জমি অধিগ্রহণের কাজ।