গৌরনদী
পালিয়ে আসা শিশুকে বাবা-মার কাছে ফিরিয়ে দিলো পুলিশ
নিজস্ব প্রতিবদেক ॥ ঢাকার বাসা থেকে পালিয়ে আসা আট বছরের শিশু সোহানকে এক ইউনিয়ন পরিষদ সদস্যের সহায়তায় তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, পাঁচ ছেলে এক মেয়ে সন্তানের বাবা দলিল উদ্দিন খান পেশায় একজন রাজমিস্ত্রি। গ্রামের বাড়ি বরিশালের মুলাদী থানার নমরহাট (ছবিপুর) এলাকায় হলেও জীবিকার তাগিদে পরিবারসহ তিনি ঢাকার জিনজিরা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তার স্ত্রী জায়েদা বেগমও একটি খেলনা তৈরির কারখানায় কাজ করেন। সম্প্রতি তাদের ছোট ছেলে সোহান বায়না ধরে গ্রামের বাড়িতে বেড়াতে যাওয়ার। বাবা-মা এতে রাজি না হওয়ায় রাগ করে সে গত রোববার বিকেলে বাসা থেকে পালিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় রাজধানীর সদরঘাট থেকে একটি লঞ্চে উঠে সে। পরের দিন গত সোমবার সকালে সে গৌরনদী বা পার্শ্ববর্তী কোনো এক উপজেলার একটি লঞ্চঘাটে নামে। এরপর সে টেম্পো বা বাসে চড়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোনো এক বাসস্ট্যান্ডে নামে। পরে হেঁটে ওই দিন বিকেল ৪টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামালের চায়ের দোকানের সামনে পৌঁছায়। ওইসময় সোহান বুঝতে পারে সে পথ ভুল করে অন্য কোথাও এসেছে অর্থাৎ হারিয়ে গেছে। ক্ষুধার্থ ও ক্লান্ত অবস্থায় সে কান্নাকাটি করতে লাগলে খাঞ্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী তাকে তার হেফাজতে নেয়। পরে ওই শিশুটিকে খাবার খাইয়ে ইউপি সদস্য গৌরনদী মডেল থানায় পৌঁছে দেয়। শিশুটির সঙ্গে কথা বলে থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মুলাদী থানার নমরহাট এলাকায় খোঁজ নিয়ে শিশুটির বাবা-মার মোবাইল নম্বর সংগ্রহ করেন। যেখানে যোগাযোগ করে শিশু সোহানকে গৌরনদী মডেল থানা পুলিশের হেফাজাতে রাখার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সোহানের বাবা-মা ওই রাতে রওনা হয়ে মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় পৌঁছেন। এরপর থানা পুলিশ তাকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে। গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার মো. মিজানুর রহমান বলেন, অনেক পরিশ্রম ও প্রচেষ্টার পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে বেশ তৃপ্তি পাচ্ছি। গর্ব হচ্ছে এ ভেবে যে, অন্তত একটি ভালো কাজে সফল হতে পারলাম।