জাতীয়
পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এমপি শাওন
নিজস্ব প্রতিবেদক ॥ একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬ তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে ১নং স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় দেশের দক্ষিনাঞ্চ সহ উপকুলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন জনিত কারণে সৃষ্ট নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারের গুরুত্বপূর্ণ ভুমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি।
সভায় ভোলা জেলার নদীভাঙ্গন প্রতিরোধকল্পে লালমোহন-তজুমদ্দিন উপজেলা’র জন্য বরাদ্দকৃত ১১শত কোটি টাকার কাজ দ্রুত বাস্তবায়ন ও শীত মৌসুমে নদীতে পানি স্বল্পতা ও নদীর নাব্যতা হ্রাসের কারণে নৌপথে লঞ্চ চলাচলে সৃষ্ট সমস্যা সমাধানে যথপোযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, সংসদ সদস্যমোঃ আফজাল হোসেন, সংসদ সদস্য এ. এম. নাইমুর রহমান দুর্জয়সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।