বরিশাল
পানির সঙ্গে বসবাস নগরীর ৪শ পরিবারের
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মতো স্বাভাবিক জীপন যাপন করছিল পুরান পাড়া এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দারা। সব ঠিকঠাক চলছিল কিন্তু গত ২বছর যাবত পুরো বর্ষার মৌসুমে পানির সঙ্গেই বসবাস করতে হচ্ছে এ এলাকার মানুষের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিসিক শিল্পনগরীর উন্নয়ন মুলক কাজের জন্য বিসিকের পেছনের কয়েক একর জমি ড্রেজারের মাধ্যমে ভরাট করায় পার্শ্ববর্তী নগরীর ৩নং ওয়ার্ড এর পুরান পাড়া এলাকার প্রায় ৪শ’ পরিবার পানিবন্দি হয়ে দুর্ভগের মধ্যে জীবন যাপন করছে।
গত দুই দিনের বৃষ্টিতে যে পরিমান পানি জমেছে তা এখন হাটু সমান।বেশকিছু ঘরের মধ্যে পানি জমে গেছে। স্থানীয়রা বলছে,আমাদের এলাকায় কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই।
বিসিকের বালু ভরাটের কারনে পুরো এলাকার পানি নতুন বাজারের সাথে সংযুক্ত প্রধান খালে না নামতে পেরে এলাকার কয়েকশ বাড়িঘর তলিয়ে গেছে। পুরান পাড়া এলাকার ষাটোর্ধ বৃদ্ধা হাজেরা জানান,সরকার উন্নয়ন করতে গিয়া আমাগো বিপদে ফালাইছে।
বিসিকের উন্নয়নে উন্নতি হইবে বড় লোকের আমাগো মত গরীবগো এইরকম পানিবন্দি কইরা রাইখা কি লাভ? বৃদ্ধা হাজেরা পানিবন্দি হয়ে সারাদিন এখন ঘরের দরজায় বসে শুধু ফ্যাল ফ্যাল করে নির্বাক তাকিয়ে থাকেন। শুধু হাজেরাই নন, এমন দু:সহ জীবনের গল্প এখন ৩নং ওয়ার্ড পূরান পাড়া এলাকার অনেক ঘরেই।
রাসেল নামের এক যুবক জানায়,আমাদের এলাকায় বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে ছোট ছোট বাচ্চাদের ঘর বন্দি করে রাখা ছাড়া আর কোনো উপায় নাই।
এছাড়াও আমাদের বাড়িতে পানি বৃদ্ধির ফলে পুকুর ও ঘেরের হাজার হাজার টাকার মাছসহ ফসলি জমি তলিয়ে গেছে।এখন আর রাস্তায় ফুল প্যান্ট পরে বের হতে পারিনা।
এত পরিমান পানি হয়েছে যাতে সবসময় লুঙ্গি পরেই চলাচল করতে হয়। এবিষয়ে ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক মীরা’র বক্তব্যের জন্য তার কার্যালয়ে গেলে সকাল ১১টার সময় তার কার্যালয় বন্ধ পাওয়া যায় এমনকি তার ব্যবহত ফোন নাম্বার (০১২৭……৬৫২) বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এবিষয়ে বরিশাল মেট্রপলিটন কমিউনিটি পুলিশের উপদেষ্টা মোঃ কামরুজ্জামান জুয়েল রানা বলেন,সরকার উন্নয়ন করবে ঠিক আছে কিন্তু সাধারন জনগনকে দুর্ভগে রেখে এইটা কেমন উন্নয়ন।
গত দুই বছর যাবত এরকম বর্ষার মৌসুমে পুরো এলাকা পানিতে ডুবে যায়। গত বছরের দিকে এলাকার সকলের সহযোগিতায় বালু কেটে পানি নামাতে সক্ষম হয়েছিলাম কিন্তু বিসিক কর্তৃপক্ষ পুনরায় ড্রেজার দিয়ে বালু ফেলে সেই যায়গা ভরাট করে দিয়েছে আর একারণেই বর্তমানে পুরান পাড়া এলাকার প্রায় ৪শ’ পরিবার পানির সঙ্গে জীবন যাপন করছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে একটাই দাবি।তিনি যেন খুব দ্রুত এই সমস্যার সমাধান করে আমাদের এই পানিবন্দি জীবন থেকে মুক্তি দেন।