পাথরঘাটা
পাথরঘাটায় দেড় লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক॥ বিষখালী নদীতে অভিযান চালিয়ে উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ দেড় লাখ মিটার চর ঘেরা জাল জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
বুধবার (০২ ফেরুয়ারি) দুপুরের দিকে জালগুলো জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ফেলা হয়।
এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ আলী জানান, জব্দ পোনাগুলো পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে বিষখালী নদীতে অবমুক্ত ও জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।