পাথরঘাটা
পাথরঘাটায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১২
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি পক্ষে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহতরা হলেন- আনোয়ার ক্বারী, আবেদা, সুমাইয়া আক্তার, মরিয়ম বেগম, খাদিজা বেগম, কারিমা, হাসি বেগম, তোফাজ্জল, আনোয়ারা খাতুন, নাজমা বেগম, মর্জিনা বেগম ও সাইফুল।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা গ্রামের হাবিবুর রহমান ও তোফাজ্জলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকালে আনোয়ার ক্বারী ও তোফাজ্জলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু পক্ষের ১২ জন আহত হন।
এর আগে (৩১ আগস্ট) তোফাজ্জল ও তার স্ত্রীকে মারধর করেন হাবিবুর রহমান। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলা করেন তোফাজ্জল। ওই মামলায় জোবায়ের, তার ভাই ছলেহ আহমেদ ও প্রতিবেশী রুস্তুমকে গ্রেফতার করে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, মারধরের ঘটনা জানার পরই পুলিশ পাঠানো হয়। নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটার পর এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।