বরিশাল
পাতাড়ি গুটিয়ে সটকে পরেছে ভুয়া সাংবাদিক সংগঠনের হোতা
নিজস্ব প্রতিবেদক: পাতাড়ি গুটিয়ে সটকে পরেছে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের ভুয়া সাংবাদিক সংগঠনের হোতা সৈয়দ নাজমুল ইসলাম। গত রবিবার দৈণিক দেশ জনপদ পত্রিকায় খবর প্রকাশের পর ঐদিনই সকালে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিক ও স্থানীয়দের ধাওয়ার মুখে পালিয়ে যেতে বাধ্য হয় এই প্রতারক। নথুল্লাবাদ বাস টার্মিনালের মধ্যে তোলাবাজ লিটনের চ্যালা হয়ে কাউন্টার দখলের জন্য ভূয়া সাংবাদিক সংগঠনের রংচটা ব্যানার লাগিয়ে অফিস তৈরী করেছিলেন। এনিয়ে বরিশালে সাংবাদিক সংগঠনসহ সাংবাদিকদের মধ্যে ইমেজ সংকট তৈরী হয়। সূত্রে জানা গেছে, চিহ্নিত তোলাবাজ শ্রমিকলীগ নেতা লিটন গংদের দখল ত্রাসকে আড়াল করতেই এহেন কর্মকান্ড চালিয়ে আসতেছিলো ভুয়া সাংবাদিক নাজমুল ইসলাম। এ ব্যপারে অনুসন্ধানসূত্র জানায়, কথিত এই সাংবাদিক পরিচয়ধারী নাজমুল ইসলাম উজিরপুরেও এধরণের কৃতকর্মের জন্য বিতাড়িত হয়ে চাঁদাবাজি মামলায় বর্তমানে কারান্তরীন থাকা লিটনের সাথে চারিত্রিক বনিবনা হয়ে যায়। যার বহি:প্রকাশ ঘটে ভুয়া সাংবাদিক সংগঠন তৈরী করে ভুয়া সাংবাদিক আইডি কার্ড পরিবহন শ্রমিকসহ বিতর্কিত লোকজনের কাছে বিক্রি করে। এনিয়ে নগরীর সাংবাদিক অঙ্গনে বেশ চাঞ্চল্য তৈরী হওয়ার পর একাধিকবার খবরও প্রকাশিত হয়। এনিয়ে বরিশাল যুগান্তরের ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহিন বলেন, আগাছা থাকবেই আর এরা আপনগুনেই আবার ঝড়ে যায়। তবে বেশি আগাছা হয়ে গেলে জমির মালিকরাই তা ছেটে দেয় নিজস্ব অস্তিত্ব রক্ষার জন্য। কিন্তু এধরণের কর্মকান্ডগুলো প্রশাসনেরও উচিত খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া। একইভাবে বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক কাজি মিরাজ বলেন, আমরা আমাদের কষ্টার্জিত ইমেজ ধরে রাখতে বদ্ধ পরিকর কোনভাবেই ছাড় দেয়া হবেনা। আমরা এধরণের অসভ্য আত্মাকে বানের জলে ভাসিয়ে দেবো। এদিকে ভুয়া সাংবাদিক সংগঠনের হোতা সৈয়দ নাজমুল ইসলাম বলেন, ভাই মাপ চাই আর লেখালেখি কইরেন না। আমি অফিস বন্ধ করে দিয়েছি। আর সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের নামের ব্যানার সাইনবোর্ড ছিড়ে ফেলা হয়েছে।