বরিশাল
পদ্মা সেতুর উদ্বোধণকে ঘিরে চলছে নতুন পরিবহনের প্রচার
নিজস্ব প্রতিবেদক , বরিশাল ॥ আগামী ২৫ জুন উদ্বোধণ হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এর মধ্যদিয়ে উত্তাল পদ্মায় ফেরি যুগের অবসান ঘটিয়ে ঢাকা থেকে বরিশালসহ ২১ জেলার সাথে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হচ্ছে।
যোগাযোগ ব্যবস্থার এ উন্নয়নের মধ্যদিয়ে দক্ষিণাঞ্চলের পরিবহন সেক্টরেও আসছে বিপুল পরিবর্তন। ইতোমধ্যে ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নতুন নতুন বিলাসবহুল যাত্রীবাহী পরিবহন সংযোজন হচ্ছে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধনের আগ মুহুর্তে টার্মিনালে অনেকটাই উৎসবের আমেজ বিরাজ করছে। বরিশাল থেকে ঢাকাসহ উত্তর ও দক্ষিণ- পূর্বাঞ্চলে যাত্রীসেবা দিতে দেশের খ্যাতনামা বিভিন্ন পরিবহন কোম্পানী এ টার্মিনালে কাউন্টার সাজানোসহ ব্যানার-ফেস্টুন লাগিয়েছে। পাশাপাশি বেশ কিছু কোম্পানি প্রচারের জন্য তাদের বাস সংযোজন করে টার্মিনালে প্রদর্শন করে রেখেছে।
সূত্রমতে, পদ্মা সেতু উদ্বোধণের পর বরিশাল থেকে ঢাকায় পৌঁছতে সর্বোচ্চ সাড়ে ৩ ঘন্টা সময় লাগবে। তাই বিলাসবহুল গাড়িগুলো দক্ষিণাঞ্চলে তাদের প্রচার চালাতে ইতোমধ্যে টার্মিনালগুলোতে কাউন্টার নেয়াসহ ব্যানার ফেস্টুনে ভরিয়ে ফেলেছে।
বাসচালকরা বলেন, বিলাসবহুল নামি-দামি গাড়িগুলো ফেরিতে ওঠাতে গিয়ে নানান ক্ষতি হতো, তাই উত্তর বা দক্ষিণ-পূর্বাঞ্চলের মতো সবধরনের গাড়ি এ অঞ্চলে চলাচল করতো না। ঢাকা-বরিশাল রুটে সাকুরা ও ঈগল পরিবহন কয়েকটি এসি গাড়ির সার্ভিস দিলেও বাকিরা নন এসি গাড়ি দিয়েই যাত্রী সেবা পরিচালনা করতো। মধ্যখানে গ্রীণলাইন যাত্রীসেবা দিলেও তারাও বন্ধ করে দেয়। বর্তমানে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে গ্রীণলাইন, ইলিশ, সাকুরা, ঈগল, প্রচেষ্টা, গ্রীন সেন্টমার্টিন এক্সপ্রেসসহ ১০টিরও বেশি কোম্পানি ঢাকা-বরিশাল রুটে বিলাসবহুল এসি বাস সার্ভিস দিতে যাচ্ছে। যা বরিশাল-ঢাকা রুটে নতুন মাত্রা যোগ করবে। বাস চালকরা আরও বলেন, এখন যারা বরিশাল-ঢাকা রুটে নতুন করে সার্ভিসে আসছে, তারা সবাই সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত রুট পারমিট চাচ্ছে। এতে করে কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়বে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলে পরিবহন ব্যবসায় পরিবর্তন ও পরিবর্ধন ঘটবে এটাই স্বাভাবিক। পদ্মা সেতু হয়ে বরিশাল-ঢাকা রুটে যতো নতুন পরিবহন আসবে ততোই সড়কপথে যাত্রীসেবার মান উন্নয়ন হবে।