পটুয়াখালী
পটুয়াখালী/ নির্বাচনে প্রভাব বিস্তারের দায়ে একজনকে ৬ মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও পুনরায় ভোট দেয়ার চেষ্টার অভিযোগে মোশাররফ কাজী নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মোশাররফ সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে নসা কাজীর ছেলে।
নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মহিউদ্দিন আল হেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি একবার ভোট দিয়ে পুনরায় মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করে বুথে গিয়ে ভোট দেয়ার চেষ্টা করেন। এমন অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।