পটুয়াখালী
পটুয়াখালীতে ১৫৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে অভিযান চালিয়ে ১৫৩ পিস ইয়াবাসহ মোঃ নাসির হাওলাদার (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিট এ্যকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)। গত শনিবার রাত সাড়ে টার দিকে উপজেলার চৈতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যা গতকাল রবিবার দুপুরে এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল র্যাব। আটক মোঃ নাসির হাওলাদার উপজেলার উপজেলার চৈতা এলাকার মোঃ আইয়ুব আলী হাওলাদারের ছেলে। র্যাব জানায়- গত শনিবার রাত সাড়ে টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জের চৈতা এলাকার মোঃ নাসির হাওলাদারের বসত ঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১৫৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আব্দুর রহিম বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।