পটুয়াখালী
পটুয়াখালীতে সরকারি বই বিক্রিকালে ৪ টন জব্দ, মাদরাসা অধ্যক্ষকে শোকজ
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মহিপুরে মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার ৪ টন সরকারী পাঠ্যপুস্তক বেআইনিভাবে বিক্রির পায়তারা করায় সেই অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিককে শোকজ করা হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এক স্মারকের মাধ্যমে তাকে এ শোকজ করেন।
বিনামূল্যে বিতরণের জন্য প্রদানকৃত বই বিক্রির কার্যক্রম গ্রহণের জন্য কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে না তা জানতে চেয়ে আগামী ৫ দিনের মধ্যে লিখিতভাবে ওই শোকজে জবাব চান ইউএনও। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ওই মাদ্রাসার ৪ টন পাঠ্যপুস্তক ঝালকাঠির এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। রাত ১১টার দিকে ট্রাকে এসব বই নিয়ে যাওয়ায় সময় ট্রাকসহ বইগুলো হাতে নাতে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।



