পটুয়াখালী
পটুয়াখালীতে লাখ টাকায় বিক্রি হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর
পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ উঠেছে। নগদ টাকার বিনিময়ে ঘর বিক্রি করছেন উপকারভোগীরা। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থার আশ্বাস উপজেলা প্রশাসনের।
কলাপাড়া উপজেলার বাসিন্দা ছনিয়া বেগম। মুজিববর্ষের চতুর্থ পর্যায়ে প্রকল্পের আওতায় ৫১ নম্বর ঘরটি বরাদ্দ করা হয়েছে তার নামে। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা মো. হানিফের কাছে ১ লাখ ২০ হাজার টাকায় সেই ঘর বিক্রি করেছেন তিনি।
ছনিয়া বেগম বলেন, আমি বিপদে পড়ায় আমার ভাইয়ের থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছি। সেই টাকা দিয়ে ছেলেকে গাড়ি কিনে দিয়েছি। সে যদি বলে থাকে তার কাছে ঘর বিক্রি করছি তাহলে তাকে সামনাসামনি বলতে হবে এটা।
শুধু ছনিয়া বেগমই নন, নূর হোসেন, নুরুন্নাহার বেগম, শহীদ ফকিরও বিক্রি করেছেন তাদের নামে বরাদ্দের ঘর।
আশ্রয়ণ প্রকল্পের একজন উপকারভোগীরা বলেন, প্রকল্পের চারটি ঘর বিক্রি হয়েছে। একটার দাম ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। এ ঘটনা একজন আমার সামনেই হয়েছে।
আশ্রয়ণ প্রকল্পের ঘর কিনে নেয়া এক নারী জানান, তিনি ৫০ হাজার টাকা দিয়ে নূর হোসেন নামে একজনের থেকে ঘর কিনেছেন।
উপজেলা প্রশাসন বলছে, এ বিষয়ে তদন্ত কোরে ব্যবস্থা নেয়া হবে।
কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছিলো যে আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর কেনা বেচা হচ্ছে। আমার সেগুলো যাচাইবাছাই করছি। যারা এখানে থাকে তাদের কাগজগুলো যাচাইবাছাই করছি। তবে কোনো অনিয়ম পেলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।
কলাপাড়ার নয়াপাড়া এলাকায় ৬৪টি ভূমিহীন পরিবারকে আধাপাকা ঘর নির্মাণ করে দেয় সরকার। ঘরপ্রতি ব্যয় হয় দুই লাখ ৮৪ হাজার পাঁচশ টাকা।