পটুয়াখালী
পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীতে খালে বিদ্যুৎ এর শর্ট দিয়ে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্টে মামুন প্যাদা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন প্যাদা লোকমান প্যাদার ছেলে।
নিহতের ফুফাতো ভাই গাজী শিহাব জানান, দুপুরে বাড়ির পাশের খালে বিদ্যুৎতের শর্ট দিয়ে মাছ ধরতে গেলে পানি কারেন্ট হয়ে যায়। আর তখনই মামুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পরে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।