পটুয়াখালী
পটুয়াখালীতে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো.সাহেব আলী শিকদার (৩০) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌর সভার চিংগড়িয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ সময় মো: সেরাজ মিয়া নামের অপর এক শ্রমিক আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সাহেব আলী শিকদার কলাপাড়া পৌর শহরের শিকদার সড়কের মো: খবির শিকদারের পুত্র।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।পটুয়াখালীতে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু