পটুয়াখালী
পটুয়াখালীতে প্রভাবশালীর আগুনে পুড়ল অসহায়ের ঘর
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর আউলিয়াপুর ও কালিকাপুর ইউনিয়ন সংলগ্ন ভাড়ানী খালে মাছ ধরাকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে বড় আউলিয়াপুর গ্রামের ওয়াজেব আলী হওলাদারের বাড়ি পুড়িয়ে দিয়েছে প্রভাবশালীরা এমন অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে ফাঁকা বাড়িতে পার্শ্ববর্তী কালিকাপুর ইউনিয়নের আজিজ মৃধার ছেলে রনি, পারভেজ, আমজেদ মৃধার ছেলে লিটন, মুকুলসহ ১০/১২ জন একত্রিত হয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে অভিযোগ করেছেন ওয়াজেব আলীর পুত্রবধূ হামিদা বেগম। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার দুপুরে ভাড়ানী খালে ঝাইল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে ওয়াজেব আলীর ছেলে হারুন রশিদের সাথে রনি, পারভেজ, লিটন, মুকুলের বাকবিতন্ডা হয়। পরবর্তীতে তারা ওয়াজেদ আলীর বাড়িতে গিয়ে তাদের ওপর হামলা চালিয়ে লিটন ও তার মা হাসিনা বেগমকে মারধর ও বাড়ি-ঘর ভাংচুর করে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় একটি মামলা দায়ের করে রনি, পারভেজ গং। প্রাণহানির ভয়ে গত শনিবার বিকেলে বাড়ি ছেড়ে আত্মগোপন করে ওয়াজেব আলীর পরিবার। বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি-ধামকি দেয়া হয়। পরে গত রবিবার গভীর রাতে ওয়াজেব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ওই পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত শনিবার ওয়াজেব আলীর পরিবারের বিরুদ্ধে একটি মামলা করেছে প্রতিপক্ষ।