কলাপাড়া
পটুয়াখালীতে পুকুর থেকে সাংবাদিকের রক্তাক্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৮) এক সংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
রোববার মধ্যরাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত প্রদীপ পেশায় দলিল লেখক ও গণকণ্ঠ নামে একটি পত্রিকায় কলাপাড়া প্রতিনিধি হিসেবে কাজ করত। নিহত প্রদীপ রজপাড়া গ্রামের মৃত খালেক পাহোলানের ছেলে। তার প্রমি আক্তার (১২) ও আলবি (৩) নামে দুটি সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী জিনিয়া আক্তার জানান, পারিবারিক বিরোধ নিয়ে প্রদীপের সঙ্গে ভাইয়ের বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল। এছাড়া ইটভাটার ব্যবসা নিয়েও প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এ কারণে তাকে হত্যার করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, প্রদীপের পেটে ও হাতে ধারালো অস্ত্রের কোপের ক্ষতচিহ্ন রয়েছে। রাত দেড়টার পর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন। তারা মরদেহ উদ্ধার করে সোমবার সকালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি
চলছে।