পটুয়াখালী
পটুয়াখালীতে দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মির্জাগঞ্জে নতুন ভবনের দেয়ালে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার মাধবখালি ইউনিয়নের মাধবখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত কৃষকের নাম মো. শাহ আলম সরদার (৬৮)। তিনি মাধবখালী গ্রামের মৃত্যু ওয়ারেচ আলী সরদারের ছেলে।
মাধবখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সিরাজুল ইসলাম নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম সরদারের ঘরের সামনে তাঁর প্রতিবেশী লিটন সিকদার এক মাস আগে একটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেন।
মঙ্গলবার সকালে কাউকে না বলে শাহ আলম সরদার ওই ভবনের দেয়ালে পানি দিতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উমর ফারুক জাবির তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. উমর ফারুক জাবির বলেন, শাহ আলম সরদারকে হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।