পটুয়াখালী
পটুয়াখালীতে গ্রেনেড হামলার খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ এবং খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ। আজ শনিবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হৃদয় আশিষ, সহ-সভাপতি বেল্লাল হোসেন পাভেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন হীরা, সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা পটুয়াখালীর দশমিনা উপজেলার নিহত ছাত্রলীগ কর্মী মামুন মৃধাসহ গ্রেনেড হামলায় নিহতদের সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান। এছাড়া দ্রুত সময়ের মধ্যে খুনিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।