কলাপাড়া
পটুয়াখালীতে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়ায় গাছ কাটতে শ্রমিকদের সহায়তা করতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে নাসির উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের সুগডুগি গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রিয়ান (৯) ও তাইফুর (১৯) নামের আরও দুজন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত নাসির ওই এলাকার ফজলুল হকের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নাসিরের বাড়িতে গাছ কাটছিলেন কয়েকজন শ্রমিক। এসময় গাছের সঙ্গে বাঁধা রশি টান দিয়ে শ্রমিকদের সহায়তা করতে যান।
গাছটি নাসির, রিয়ান ও তাইফুরের শরীরের ওপরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।