পটুয়াখালী
পটুয়াখালীতে এসিডে ঝলসে গেল ভাই-বোন
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয় ইউনিয়নের এসিডে দিয়ে বোন মোসা. সুমাইয়া আক্তার (১৬) এবং ছোটভাই মোহাম্মদ আলীকে (১২) ঝলসে দেয়া হয়েছে। সোমবার (২ আগস্ট) গভির রাতে সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নের এলাকার ৭নং ওয়ার্ডের রাজা মিয়ার বসত ঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজা মিয়ার মেয়ে আউলিয়াপুর হাফিজিয়া মাদরাসার ছাত্রী মোসা. সুমাইয়া আক্তার (১৬) ও ছেলে মোহাম্মদ আলী (১২) রাতে খাবার শেষে একই বিছানায় ঘুমিয়েছিল।
রাত অনুমানিক দেড়টা থেকে ২টার মধ্যে কে বা কারা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাদের এসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করলে সুমাইয়ার এবং ভাই মোহাম্মদ আলীর শরিরের বিভিন্ন স্থান ঝলসে যায়।
এ সময় তাদরে চিৎকারে আশপাশের লোকজন এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, বিষয়টি জানার পর পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি এসিড নাকি অন্য কোনো দাহ্য পদার্থ তা পরীক্ষায় পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে ভিকটিমের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি।