পটুয়াখালী
পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু
পটুয়াখালি প্রতিনিধি।। করোনাভাইরাসের উপসর্গ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ১৬ জুন সকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর দু’জন পৃথক সময় মারা যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কামরুজ্জামান জানান, সোমবার রাতে শহরের টাউন জৈনকাঠী এলাকার মমতাজ বেগম (৫৮) জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ার পর সকালে মারা গেছেন। এর আগে গত ১৪ জুন জ্বর-শ্বাসকষ্ট নিয়ে পৌরসভার ৯নং ওয়ার্ডের নন্দকানাই এলাকার মো. জাফর (৬০) নামের এক বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়। ভোর রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর তিনিও মারা যান। দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হবে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ১৯৩ জন। মারা গেছেন ১১ জন।