বরিশাল
‘নো হেলমেট নো ফুয়েল’: বরিশালে বেড়েছে হেলমেট বিক্রি
‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেওয়ার পর থেকে বরিশালে হেলমেটের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন মোটরসাইকেল চালকরা।
সাধারণত হেলমেট ব্যবহার করা হয় বাইকারদের সেফটির জন্য কিন্তু ‘নো হেলমেট নো ফুয়েল’ আইনটি চালু হওয়ার পর বরিশালে হেলমেট বিক্রি বেড়েছে দ্বিগুণ। ফুয়েল নেওয়ার জন্য হলেও বাইকাররা হেলমেট কিনছেন। সেক্ষেত্রে বরিশালে হেলমেটের দোকানে কেনার জন্য বাইকার চাপ বেড়েছে।
দোকান মালিকরা জানান, সাধারণত হেলমেট বিক্রি কম হলেও এ মাসে ব্যাপক পরিমাণ হেলমেট বিক্রি হচ্ছে। অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ, যা অনেকটাই তাদের প্রত্যাশার বাইরে। নতুন আইন ‘নো হেলমেট, নো ফুয়েল’ চালু হওয়ার পর থেকেই হেলমেট বিক্রি বেড়েছে।
ক্রেতাদের দাবি, বাইকাররা হেলমেট সেফটির জন্য ব্যবহার করলেও এখন ফুয়েল নেওয়ার জন্য হলেও হেলমেট ব্যবহার করতে হয়। অন্যদিকে হেলমেটের দামেও প্রভাব পড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। গত মাসের তুলনায় এ মাসে হেলমেট প্রতি দাম বেশি নেওয়া হচ্ছে।