লিড
নেছারাবাদে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ ভেজালবিরোধী অভিযানে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) চার ব্যবসায়ীকে ৩৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ইন্দুরহাট ও মিয়ার হাট বন্দরে অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহাকারী পরিচালক শাহ মো. সোহায়িব মিয়া। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন। সহাকারী পরিচালক শাহ মো. সোহায়িব মিয়া জানান, অভিযানে মিয়ার হাট বন্দরের জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার, শহিদ স্টোরকে ১০ হাজার, ভাই ভাই স্টোরকে পাঁচ হাজার ও মুদি দোকানের দুলাল পালকে আড়াই হাজারসহ মোট ৩৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ওেই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।