পিরোজপুর
নেছারাবাদে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ বিক্রয়ের প্রস্তাব করার দায়ে, তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী ও পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায় এ অভিযান পরিচালনা করেন।নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় উপ-পরিচালক ও সহকারী পরিচালক উপজেলার জগতপট্টি ও জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে জয়গুরু মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা, দারুচ্ছুন্নাত মুসলিম সুইটসকে ৮ হাজার টাকা ও আমিনা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন জনস্বার্থে পরবর্তীতেও এ অভিযান অব্যাহত থাকবে।