পিরোজপুর
নেছারাবাদে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের নেছারাবাদে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকিল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সংগীতকাঠি এলাকা থেকে গতকাল বুধবার (৩১ মার্চ) রাতে শাকিলকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের শিকার ঐ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যার আগে উপজেলার মাহমুদকাঠি গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। আটক যুবকের বাড়ি উপজেলার সংগীতকাঠি এলাকায়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানান, ডাক্তারি পরিক্ষার জন্য ওই ছাত্রীকে পাঠানো হয়েছে। তবে পরীক্ষার আগে আমরা কিছুই বলতে পারবো না। পরীক্ষার শেষে ওই ছাত্রীর সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত শাকিলকে গেফতার করেছে।