পিরোজপুর
নেছারাবাদে বাল্যবিয়ে দেয়ার অপরাধে জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় পুজা দাস (১৬) কে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে তার বাবাকে ১০ হাজার টাকা এবং ছেলে সুজিত দাস(২৩)র ভাই কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাত দশটার দিকে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বশির গাজী জলাবাড়ি বিয়ে বাড়িতে গিয়ে তাদের কে এ জরিমানা করেন।
সূত্রে জানা গেছে, উপজেলার জলাবাড়ি গ্রামের পুনম দাসের মেয়ে পুজা দাসের সঙ্গে মোড়লগঞ্জ বাগেরহাটের সুজিত দাসের ছেলে সমির দাসের সাথে বাল্য বিয়ের আয়োজনের খবর পায়। রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে প্রশাসন ঘটনা স্থলে পৌছানোর পূর্বেই বিয়ের কার্য সম্পাদন হয়ে গেছে। বাল্য বিয়ে দেওয়ার অপরাধে উভয় পরিবার কে বাল্যবিবাহ নিরোধ আইনে ২০১৭ কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং সমির দাসের ভাইকে ১০হাজার টাকা জরিমানা করেন।
সেই সঙ্গে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কনেকে বরের বাড়িতে যেতে দেবেন না এবং বরকেও কনের বাড়িতে আসা-যাওয়া করতে দেবেন না এই মর্মে মুচলেকা নেন।
সহকারী কমিশনার বাংলাদেশ বুলেটিন কে বলেন, এ উপজেলায় বাল্যবিবাহ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ ও বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।