লিড
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। বাসটি শীতাতপনিয়ন্ত্রিত ছিল। শুক্রবার (১৭ মে) সকালে মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের ইনচার্জ বিপ্লব কুমার নাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ (২৬) ও কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন (৩০)। ঢাকা থেকে কক্সবাজারের টেকনাফ যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের ডাবল ডেকার বাসটি। পথে চৌদ্দগ্রামে দুর্ঘটনার শিকার হয়।
বিপ্লব কুমার নাথ বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করতে পারিনি।