ঝালকাঠি
নির্দেশনা না মানায় ঝালকাঠিতে ৪৩ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠিতে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এরমধ্যে ঝালকাঠির ভিশন ও এলজি শো-রুম খোলা রাখার দায়ে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে ঝালকাঠির ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত বিন সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল থেকে বিধি নিষেধ না মানায় ভিশন শো-রুমকে ৫ হাজার, এলজি শো-রুমকে ৫ হাজার, মেসার্স শফিকুল ইসলামকে ২ হাজার, দেবনাথ বস্ত্রালয়কে ৩ হাজার, পুজা হার্ডওয়্যারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আরও জানান, এছাড়া শহরের মাছ বাজার, কাপুড়িয়াপট্টিসহ বিভিন্ন স্থানে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। লকডাউন কার্যকরে এ অভিযান অব্যাহত থাকবে।