জাতীয়
নিরাপদ সড়ক নিশ্চিতে সকলের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
রিপোর্ট দেশজনপদ।।নিরাপদ সড়ক নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও দুর্ঘটনার স্থান চিহ্নিত করে সরকার সমাধানের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সড়ক নিরাপদ করতে শুধু চালক নয়, পথচারীদেরও সতর্ক থাকতে হবে।’আজ ২২ অক্টোবর, বৃহস্পতিবার নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষ্যে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’স্লোগনে এ বছর পালিত হচ্ছে দিবসটি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সড়ক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। ঢাকার সঙ্গে সারা দেশের ইউনিয়ন পর্যন্ত যোগাযোগ অবকাঠামো নির্মাণে কাজ করা হচ্ছে।’তিনি বলেন, ‘দেশে প্রচুর পরিমাণে সড়ক, সেতু, কালভাট নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণে যেন প্রকৃতির ভারসাম্য রক্ষা করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’পাশাপাশি স্থানীয় মানুষ যাতে এসব থেকে উপকৃত হয় তার ব্যবস্থা রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, ‘আমরা গাড়ি চালাই না। তাই গাড়ি চালকদের কষ্ট বুঝতে পারি না। কারণ আমাদের অনেকের গাড়িচালক আছে। একজন চালক কয় ঘণ্টা গাড়ি চালাতে পারে? তাদেরও বিশ্রামের প্রয়োজন আছে।’এসব বিষয় মাথায় রেখে গাড়িচালকদের বিশ্রামের জন্য কিছু কিছু স্থানে বিশ্রামাগার নির্মাণ করে দেয়ার উল্লেখ করে তিনি পর্যায়ক্রমে সারাদেশে বিশ্রামাগার নির্মাণেরও ঘোষণা দেন। এসময় দুর্ঘটনা ঘটলেই চালকের গায়ে হাত না তুলে, ঘটনার প্রকৃত কারণ বের করারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় পথচারীরাও অনেকাংশে দায়ী। এক পক্ষের ওপর দায় চাপালে কখনোই সমাধান আসবে না।’ এছাড়া দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান সরকারপ্রধান।